ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রীর অপমান, একাই কুয়া খুঁড়লেন স্বামী

এসএন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ১০ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ত্রীর অপমান, একাই কুয়া খুঁড়লেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক : বর্ণবাদী আচরণ ও স্ত্রীকে অপমানের প্রতিশোধ নিতে একাই কুয়া খুঁড়লেন ভারতের মহারাষ্ট্রের নাগরপুরের ওয়াশিম জেলার মালিগাঁওয়ের বাপুরাও তাজনি।

 

দলিত সম্প্রদায়ের মানুষ হওয়ায় গ্রামের কুয়া থেকে পানি তোলার অনুমতি পাননি তাজনির স্ত্রী। এখান থেকে শুরু হয় তাজনির প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত। এরপর তিনি একাই কুয়া খুঁড়তে শুরু করেন। এ জন্য সময় লাগে ৪০ দিন। ১৫ ফুট মাটি খুঁড়ে পানির সন্ধান পান তিনি।

 

তাজনি যে শুধু স্ত্রী পানি চেয়ে অপমানিত হয়েছে এ কারণে নয়, বরং দলিত সম্প্রদায়ের মানুষ যাতে সবাই বিনা বাধায় পানি পেতে পারে এ জন্য কুয়া খনন করেন। তিনি কারো মুখাপেক্ষি হয়ে থাকেননি।  তাজনি জানান, কঠোর পরিশ্রমের পর পানির সন্ধান পাওয়ায় তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। 

 

তাজনি আরো জানান, তার স্ত্রী গ্রামের উচ্চ বর্ণের এক ব্যক্তির কুয়া থেকে পানি আনতে গেলে তারা অপমান করে তাড়িয়ে দেয়। এরপর তাজনির স্ত্রী তাকে এ ঘটনা জানান। এ ঘটনা তাকে গভীরভাবে ব্যথিত করে। এরপরই তিনি মূলত উদ্যোগী হয়ে ওঠেন। তাজনি মনে করছেন, এখন শুধু তার স্ত্রী নয়, পুরো সম্প্রদায়ের মানুষ এই কুয়ার পানি পান করতে পারবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ মে ২০১৬/এসএন/তারা  

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়