ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ম্যালেরিয়ায় দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ২৮ জুন ২০২১   আপডেট: ১৮:০৭, ২৮ জুন ২০২১
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ম্যালেরিয়ায় দুজনের মৃত্যু

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এছাড়া, চলতি বছরে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দেশে দুজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমীন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ১ জানুয়ারি থেকে ২৮ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩৭ জন।

রোবেদ আমীন জানিয়েছেন, মে মাসে ৩২৩ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৬০ জন বান্দরবানে। রাঙামাটিতে ৪১ জন, খাগড়াছড়িতে ৫ জন, চট্টগ্রামে ৩ জন এবং কক্সবাজারে ১৪ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। গত বছরের তুলনায় এ বছরের মে মাসে ম‌্যালেরিয়ায় আক্রান্তের হার ১১ শতাংশের বেশি বেড়েছে।

তিনি বলেন, ‘আমরা জেনেছি, ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে এবছর দুজন মারা গেছেন। গত বছর একজন মারা গিয়েছিলেন।’

ঢাকা/সাওন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়