ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লংগদুতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ’র দুই কর্মী নিহত

রাঙামাটি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১৮ মে ২০২৪   আপডেট: ১৪:৪১, ১৮ মে ২০২৪
লংগদুতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ’র দুই কর্মী নিহত

রাঙামাটির লংগদু উপজেলায় দুর্বৃত্তের গুলিতে তিলক চাকমা ও ধন্যরাম চাকমা নামে ইউপিডিএফ’র দুই কর্মী নিহত হয়েছে। 

শনিবার (১৮ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের বারবুনিয়া এলাকায় দুর্বৃত্তরা এ হামলা চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ইউপিডিএফ’র এই দুই কর্মী উপজেলার বারবুনিয়ার একটি বাড়িতে অবস্থান করছিলো। পরে কে বা কারা তাদের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজনেরই মৃত্যু হয়।

এবিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুইজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে। 

বিজয়/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়