ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে নির্বাচনি পথসভা থেকে তিন ডেক বিরিয়ানি জব্দ

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১৮ মে ২০২৪   আপডেট: ১০:৪৯, ১৮ মে ২০২৪
শেরপুরে নির্বাচনি পথসভা থেকে তিন ডেক বিরিয়ানি জব্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সভা থেকে তিন ডেক বিরিয়ানি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাজি মোশারফ হোসেনের সমর্থনে আলোচনা শেষে খাবারের আয়োজন করা হয়। রান্নার শেষ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন ডেক বিরিয়ানি জব্দ করে। আদালতের উপস্থিতি টের পেয়ে সংশ্লষ্ট সবাই সটকে পড়ায় কাউকে আটক বা জরিমানা করা যায়নি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাজি মোশারফ হোসেনের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়। সভায় তিন ডেক বিরিয়ানি রাখা হয়েছে, এমন সংবাদ পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের নিকট। পরে আদালত সভায় অভিযান চালিয়ে তিন ডেক বিরিয়ানি জব্দ করার পর উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে যান। তবে কোনো প্রার্থী বা সমর্থক বিরিয়ানির রাখার কথা স্বীকার করেননি। ওই ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে তার ইউনিয়নে আর কখনও এ ধরনের কাজ করা হবেনা বলে অঙ্গীকারনামা প্রদান করেন।

এ ব্যাপারে ঘোড়া প্রতীকের প্রার্থী হাজী মোশারফ জানান, আমি এ ব্যাপারে কিছু জানিনা। আমি নির্বাচনী প্রচারণা শেষ করে বাসায় আসলাম।  

নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিরিয়ানি জব্দ করেছি, তবে কার বিরিয়ানি এর স্বীকরোক্তিমূলক জবানবন্দি পাইনি। ফলে কারও বিরুদ্ধে জরিমানা করা সম্ভব হয়নি।  

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার (নালিতাবাড়ি ও নকলা) মোক্তাদিরুল আহমেদ বলেন, আচরণবিধি যেন লঙ্ঘন না হয় সেই জন্য প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কাজ করছেন। আজ রুপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে ভোটারদের নিয়ে জমায়েত করে খাবার বিতরণ করার মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে বলে আমাদের কাছে খবর আসে। পরে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালালে ঘটনার সত্যতা পাওয়া যায়। এসময় বিরিয়ানি আটক করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হয়। তবে কেউ দোষ স্বীকার না করায় কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। 

তারিকুল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়