ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসপাতালে বিএনপিনেতা ব্যারিস্টার রফিকুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ১৫ এপ্রিল ২০২৪   আপডেট: ১৬:১৩, ১৫ এপ্রিল ২০২৪
হাসপাতালে বিএনপিনেতা ব্যারিস্টার রফিকুল

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সকালে তাকে অধ্যাপক ডা. আব্দুল হাইয়ের অধীনে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এখন অনেকটা সুস্থ আছেন। এর আগে তিনি দীর্ঘদিন ধরে বাসায় চিকিৎসাসেবা নিচ্ছিলেন।

বিএনপির স্হায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ঢাকায় ফেরার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি বর্তমানে বাসায় আছেন। একটু একটু করে চলাচল করতে পারছেন বলে জানিয়েছেন শায়রুল কবির খান।

মেয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়