জমে উঠেছে অনলাইনে গরুর হাট ‘গরু চাই’
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম
চারপাশে চলছে করোনার প্রাদুর্ভাব। আর এরই মধ্যে আসন্ন কোরবানী উপলক্ষে জমে উঠেছে অনলাইনে অন্যতম গরুর হাট ‘গরু চাই’। সত্যিকারের হাটের অভাব সম্পূর্ণ রূপে পোষাতে না পারলেও প্রচিলত হাটের বিভিন্ন অসুবিধা দূর করে নতুন বেশ কিছু সুবিধা যোগ করায় এই মধ্যে বিক্রি বাট্টা বেশ ভালোই চলছে ‘গরু চাই’ অনলাইন হাটে।
জানা গেছে, এই মুহূর্তে ‘গরু চাই’ এর কালেকশনে আছে ৬৪টি ফার্মের প্রায় ১০০০টির মতো গরু। এই অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ঘরে বসে এসব গরুর দাম, রং, জাত বেছে পছন্দ করে কেনা যাবে। সীমিত পরিসরে থাকছে স্লটার সুবিধা। তবে দর দামের কোনো সুযোগ থাকছে না, কারণ গরুর মূল্য ফার্ম কতৃক নির্ধারিত। মূল্য পরিশোধ করা যাবে কার্ডের মাধ্যমে, অনলাইন ব্যাংক ট্রান্সফার, ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার অথবা নগদ টাকায়।
এ বিষয়ে কথা হয় ‘গরু চাই’ এর সহ-প্রতিষ্ঠাতা মুহাম্মদ রেফায়েত চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, অনলাইন হাট জমে ওঠার প্রধান কারণ হলো করোনার কারণে মানুষের বদলে যাওয়া মনোভাব। প্রচুর মানুষ ‘গরু চাই’ থেকে গরু কিনছেন এবং আমাদের এই আধুনিক সার্ভিসের প্রশংসা করছেন, বিশেষ করে পেমেন্টের ফ্লেক্সিবিলিটি এবং ডেলিভারি সুবিধার।’
তিনি আরও জানান, এই মুহূর্তে চাহিদা বেশি হলো মাঝারী ও ছোট গরুর। আর ফার্ম মালিকরা তাদের গরুর দাম কমাচ্ছে। তাই ‘গরু চাই’ ও তাদের লিস্টিং এ গরুর দাম কমাচ্ছে যা ক্রেতাদেরকে আরো ‘গরু চাই’ থেকে গরু কেনার বিষয়ে উৎসাহিত করবে। আর দিন শেষে শত মানুষে কোরবানীর বিষয়ে সহযোগিতা করে সোয়াব কামানোটাই ‘গরু চাই’ সংশ্লিষ্ট সকলের সবচেয়ে বড় পাওয়া।
ঢাকা/ফিরোজ
রাইজিংবিডি.কম