ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছারপোকা নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা

আনোয়ার হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ৭ ডিসেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছারপোকা নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা

ছারপোকা

আনোয়ার হোসেন : ছারপোকার সঙ্গে পরিচিতি নেই, এমনটা হয়ে থাকলে আপনি সৌভাগ্যবান। কেননা বাসার বিছানায় থেকে শুরু করে নানা জায়গায় এই পোকাটির ব্যাপক উপদ্রব দেখা যায়।

 

এর কামড়ে খুব একটা ব্যাথা না পাওয়া গেলেও, রক্তচোষা প্রাণী বলে সকলের কাছেই চরম বিরক্তিকর ছারপোকা। চলুন জেনে নিই ছারপোকা নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা।

 

প্রচলিত ধারণা: খালি চোখে ছারপোকা দেখা যায় না।
সত্যতা: পরিণত ছারপোকা দেখা যায় কিন্তু ছোট ছাড়পোকা এবং ডিম দেখা যায় না।

 

প্রচলিত ধারণা: ছারপোকা শুধু ময়লা জায়গায় থাকে।
সত্যতা: ছারপোকা ময়লা জায়গা পছন্দ করে। কিন্তু গরম, রক্ত পাওয়া যাবে এবং কার্বন-ডাই-অক্সাইড বেশি পাওয়া যায় এমন জায়গা বেশি পছন্দ।

 

প্রচলিত ধারণা: ছারপোকা রোগ ছড়ায়।
সত্যতা: ছারপোকা মানুষের মধ্যে রোগ সংক্রমিত করে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

 

প্রচলিত ধারণা: তীব্র আলোতে ছারপোকা বের হয় না।
সত্যতা: ছারপোকা অন্ধকার পছন্দ করে, তবে আপনাকে কামড়ানোর জন্য আলো ছারপোকার জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না।

 

প্রচলিত ধারণা: কীটনাশক ব্যবহারই ছারপোকার উপদ্রব থেকে বাঁচার একমাত্র উপায়।
সত্যতা: ছারপোকা দূর করার একটি উপায় কীটনাশক ব্যবহার, তবে এতে কিন্তু ছারপোকা পুরোপুরি ধ্বংস হয় না। বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়। সব কয়টি আপনার কাজে নাও লাগতে পারে।

 

বাসার যেসব জায়গায় থাকে ছারপোকা

 

* খাবারের খোঁজে বাড়ির বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় ছারপোকা। বিছানা, পাইপের চিপায়, মাদুরের বান্ডিলে, আসবাব পত্রের ফাটলে এবং কাঠের ফ্রেমের পেছনে হার্ডবোর্ডে সহ বিভিন্ন স্থানে ছারপোকার আনাগোনা রয়েছে।

 

* পর্দার ফাঁকে, চেয়ার সংযোগস্থলে, চেয়ারের গদির চিপায় ছারপোকা থাকে।

 

* ড্রয়ারের সংযোগস্থলেও দেখা যায় ছারপোকা।

 

* অব্যবহৃত ইলেকট্রিক্যাল জিনিসপত্রের মাঝে ছারপোকা জন্ম নিতে পারে।

 

* দেয়ালে টাঙ্গানো ছবি এবং হ্যাঙ্গারেও থাকতে পারে ছারপোকা।

 

* ছাদ এবং দেয়ালের সংযোগ স্থলে ছারপোকা জন্ম নিতে পারে।

 

তথ্যসূত্র: ইপিএ ওয়েবসাইট

 

 




রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়