ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘হাজারও কণ্ঠে বর্ষবরণ’

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ১৩ এপ্রিল ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হাজারও কণ্ঠে বর্ষবরণ’

‘হাজারও কণ্ঠে বর্ষবরণ’-এর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আয়োজকরা

বিনোদন ডেস্ক
ঢাকা, ১৩ এপ্রিল : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে ‘হাজারও কন্ঠে বর্ষবরণ’ উৎসব-এর আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে এক হাজার শিল্পী একসঙ্গে বর্ষবরণের গান গাইবেন। পয়লা বৈশাখে ভোরে শুরু হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে থাকছেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে চ্যানেল আই ও সুরের ধারা।  

১২ এপ্রিল শনিবার চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের, বাংলা একাডেমির মহাপরিচালক এম. শামসুজ্জামান, চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

স্বাগত বক্তব্যে ফরিদুর রেজা সাগর বলেন, ‘এ উৎসব শুধু চ্যানেল আই ও সুরের ধারার নয়, এ উৎসবের প্রসার ঘটছে সারা বিশ্বে। এ উৎসবটি এবারও পশ্চিম বাংলার রূপসী বাংলা টেলিভিশনও সরাসরি সম্প্রচার করবে।’

শাইখ সিরাজ বলেন, ‘আমার খুব ভালো লাগছে, বর্ষবরণ উৎসবে আজ বিশাল বাণিজ্যের প্রসার ঘটছে। এরকম উৎসবগুলোর মাধ্যমে আমাদের সাংস্কৃতিকে বিশ্বব্যাপি আরো সমৃদ্ধশালী করাই আমাদের মূল লক্ষ্য।’
    
বাংলা বর্ষবরণ উৎসবকে ঘিরে অনুষ্ঠান প্রাঙ্গণে থাকবে বৈশাখী মেলার আয়োজন। বাঙালির হাজার বছরের ঐতিহ্যের উপাদানে সাজানো হবে মেলার বিভিন্ন স্টল। পিঠা-পুলি, মাটির তৈরি তৈজসপত্র, বেত, কাঁথা, পিতল, পাট-পাটজাত দ্রব্যের নানা জিনিসপত্রসহ রকমারি ও ঐতিহ্যসমৃদ্ধ নানা পণ্যে সুসজ্জিত থাকবে স্টলগুলো।

এ ব্যাপারে আলী যাকের বলেন, ‘চ্যানেল আই’র মতো জনপ্রিয় গণমাধ্যম যখন বাঙালীর চিরায়িত উৎসবকে জনগণের কাছে তুলে ধরার হাল ধরেছে, তখন এ দেশের সাংস্কৃতিক সেক্টর দেশব্যাপি প্রসারিত হতে চলেছে।

এছাড়া বর্ষবরণ এ অনুষ্ঠানে অংশ নেবেন দেশের গুণী ও বরেণ্য শিল্পীবৃন্দ। শিল্পীরা হলেন, সুবীর নন্দী, সুজিত মোস্তফা, রফিকুল আলম, শাকিলা জাফর, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, তপন চৌধুরী, লিলি ইসলাম, শাহনাজ নাসরিন ইলা, কোণাল প্রমুখ।

প্রত্যাশার কথা জানিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘বাঙালীর ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করছি। এবারের প্রস্তুতি, প্রত্যাশার চেয়েও বেশি। অংশগ্রহনকারী এক হাজার শিল্পীই প্রতিষ্ঠিত। তাদের কেউ শিল্পী, কেউ গানের শিক্ষক। আগামী বছর থেকে শিল্পীর সংখ্যা আরো বাড়বে।’

১৩ এপ্রিল সূর্যাস্ত থেকে চৈত্র সংক্রান্তি উৎসবের মাধ্যমে শুরু হবে এ উৎসব।

‘হাজারও কণ্ঠে বর্ষবরণ’ অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।


রাইজিংবিডি/শান্ত/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়