ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

২৩ এপ্রিল থেকে ভাবনা-পরমব্রতর ‘ভয়ংকর সুন্দর’

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২২ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৩ এপ্রিল থেকে ভাবনা-পরমব্রতর ‘ভয়ংকর সুন্দর’

ভয়ংকর সুন্দর সিনেমার মহরত অনুষ্ঠানে নির্মাতা ও শিল্পীরা

আমিনুল ই শান্ত : ‘অনিমেষ আইচকে ভিন্ন একটা ব্যালকোনি থেকে দেখি। যে কৌশলে অনিমেষ সিনেমা নির্মাণ করে তা আমার অনেক ভালো লাগে। যা সত্যি ভয়ংকর সুন্দর।’ ২২ এপ্রিল, বুধবার অনিমেষ আইচ নির্মিতব্য ভয়ংকর সুন্দর সিনেমার মহরত অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন জনপ্রিয় অভিনেত্রী ফারহানা মিঠু।


অনিমেশের প্রথম সিনেমা জিরো ডিগ্রী সিনেমা মুক্তি পর এবার তিনি তৈরি করতে যাচ্ছেন ভয়ংকর সুন্দর সিনেমাটি। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও বাংলাদেশের জনপ্রিয় টিভি অভিনেত্রী অশনা হাবিব ভাবনা। মহরত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।


এতে আরো জানানো হয়, ‘সকাল থেকে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি ভীষণ ক্লান্ত। অবশেষে পরমব্রতকে নিয়ে প্রেস মিট করতে পারছি। ২৩ এপ্রিল, থেকে বিএফডিসিতে সিনেমাটির শুটিং শুরু করব। আশা করি, ভয়ংকর সুন্দর সিনেমার শুটিং ভালোভাবেই শেষ হবে।’


এ অনুষ্ঠানে অভিনেতা পরমব্রত বলেন, ‘অরেকটা যুদ্ধ করে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। বিমানের টিকেট না পেয়ে বিমান কর্তৃপক্ষকে বলেছিলাম আমাকে বিমানের পাদানিতে জায়গা দিন। তবুও আমি বাংলাদেশে যাব। যাত্রাটা ভুল দিয়ে শুরু হলেও আশা করি ভালো কিছু দিয়ে সিনেমার কাজটি শেষ হবে।’  


তিনি আরো বলেন, ‘বিগত দুই বছর ধরেই বাংলাদেশের সিনেমায় কাজ করার প্রস্তাব পাচ্ছি। কিন্তু গল্প পছন্দ না হওয়ায় এতো দিন কাজ করা হয়নি। এবার গল্প পছন্দ হয়েছে। তা ছাড়া অনিমেষ দা ক্ষ্যাপাটে স্বাভাবের একজন মানুষ। ক্ষ্যাপাটে শব্দটি আমি ইতিবাচক অর্থে বলছি। কারণ এ ধরণের মানুষ আমার ভীষন পছন্দের।’


মতি নন্দীর ছোট গল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করছেন অনিমেষ আইচ। ভিন্নধারার প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, দিহান, অ্যালের শুভ্র ও সমাপ্তি।


ঢাকা, বরিশাল, সাভারসহ দেশেরে বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যায়নের কাজ হবে। এ স্কয়ার ফিল্ম কোম্পানির ব্যানারে নির্মিতব্য সিনেমাটির সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। চিত্রগ্রাহক খায়ের খন্দকার, নৃত্য পরিচালনা সোহাগ, কস্টিউম ডিজাইনার চিন্ময়ী গুপ্তা।

 


রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৫/শান্ত/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়