ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

জনসম্মুখে ফিরছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ৯ অক্টোবর ২০২০   আপডেট: ১৬:৪৪, ৯ অক্টোবর ২০২০
জনসম্মুখে ফিরছেন ট্রাম্প

করোনায় আক্রান্তের এক সপ্তাহ পেরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসা পূর্ণ হয়েছে। চলতি সপ্তাহ শেষ হতেই তিনি জনস্মুখে আসতে পারবেন। ট্রাম্পের চিকিৎসক ড. সিন কনলি এ আশাবাদ ব্যক্ত করেছেন।

ড. কনলি বলেন, ওষুধে ‘দারুণভাবে সাড়া’ দিয়েছে প্রেসিডেন্টের শরীর  এবং তার অবস্থা ‘স্থিতিশীল আছে’।

বৃহস্পতিবার হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক মেমোতে ড. কনলি জানান, ট্রাম্পের দেহে অসুস্থতা বৃদ্ধির কোনো লক্ষণ নেই।

তিনি বলেন,‘বৃহস্পতিবার রোগ শনাক্তের পর আগামী শনিবার ১০ দিন হবে এবং যে দলটি প্রেসিডেন্টকে উন্নত চিকিৎসা দিচ্ছেন তাদের বক্তব্যের ভিত্তিতে আমি সম্পূর্ণরূপে প্রত্যাশা করি, প্রেসিডেন্টের ওই সময়ের মধ্যে পুনরায় জনসম্মুখে আসা সম্পূর্ণ নিরাপদ হবে।’

পরে বৃহস্পতিবার রাতে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, শুক্রবার তিনি আবারও কোভিড-১৯ পরীক্ষা করাবেন। সপ্তাহ শেষে তিনি একটি ‘সমাবেশ আয়োজন করতে পারবেন বলে আশা করছেন’

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি আসলেই ‘খুব ভালো বোধ’ করছেন। শনিবার সন্ধ্যায় একটি নির্বাচনী সমাবেশে অংশ নিতে পারবেন। সম্ভবত সেটি ফ্লোরিডায় হবে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়