ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

সবচেয়ে কম বয়সী ও সমকামী ব্যক্তি হচ্ছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ৯ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৯:২৩, ৯ জানুয়ারি ২০২৪
সবচেয়ে কম বয়সী ও সমকামী ব্যক্তি হচ্ছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে কম বয়সী এবং সমকামী ব্যক্তিকে নিজের নতুন প্রধানমন্ত্রী হিসাবে বেছে নিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার ৩৪ বছর বয়সী শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটালকে তার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছেন।

ম্যাক্রোঁর এই পদক্ষেপ তার গত বছরের অজনপ্রিয় পেনশন এবং অভিবাসন সংস্কারের বাইরে যাওয়ার চেষ্টা করার এবং জুনের ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে তার মধ্যপন্থী দলের জয়ের সম্ভাবনাকে এগিয়ে রাখার চেষ্টার ইঙ্গিত দেয়। জনমত জরিপ দেখা গেছে, ম্যাক্রোঁর শিবির প্রায় আট থেকে দশ শতাংশ পয়েন্ট পিছিয়ে রয়েছে ডানপন্থী নেতা মেরিন লে পেনের দলকে।

অ্যাটাল হচ্ছেন ম্যাক্রোঁর ঘনিষ্ঠ মিত্র যিনি কোভিড মহামারী চলাকালে সরকারের মুখপাত্র ছিলেন। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের স্থলাভিষিক্ত হবেন। 

সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদদের একজন হচ্ছেন অ্যাটাল। তিনি রেডিও শোতে ও পার্লামেন্টে স্বাচ্ছন্দ্যে একজন বুদ্ধিমান মন্ত্রী হিসাবে নিজের জায়গা তৈরি করেছেন। অটল হবেন ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী এবং প্রথম প্রকাশ্য ঘোষিত সমকামী।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়