ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

‘জীবন্ত জিনিসের’ ছবি না তুলতে কর্মকর্তাদের নির্দেশ তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০২৪  
‘জীবন্ত জিনিসের’ ছবি না তুলতে কর্মকর্তাদের নির্দেশ তালেবানের

তালেবানের জন্মস্থান দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের কর্তৃপক্ষ কর্মকর্তাদের ‘জীবন্ত জিনিসের’ ছবি বা ভিডিও ধারণ না করার নির্দেশ দিয়েছে। রোববার এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এএফপি।

বেসামরিক এবং সামরিক কর্মকর্তাদের উদ্দেশে লেখা একটি চিঠিতে প্রাদেশিক অভ্যন্তরীণ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, ‘আপনারা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সমাবেশে জীবন্ত জিনিসের ছবি তোলা থেকে বিরত থাকুন, কারণ এটি ভালোর চেয়ে বেশি ক্ষতি করে।’

ইসলামিক শিল্পকলায় সাধারণত মানুষ ও প্রাণির ছবি এড়িয়ে যাওয়া হয়।

কান্দাহারের গভর্নরের একজন মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, চিঠিটি আসল এবং এর নির্দেশাবলী শুধুমাত্র প্রাদেশিক কর্মকর্তাদের জন্য প্রযোজ্য।’

কর্মকর্তা মাহমুদ আজম বলেন, ‘এটি সাধারণ জনগণ এবং স্বাধীন সংবাদমাধ্যমের সাথে সম্পর্কিত নয়।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়