ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাশিয়া বলপ্রয়োগের মাধ্যমে ইউক্রেনের ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:৩০, ৪ ডিসেম্বর ২০২৫
রাশিয়া বলপ্রয়োগের মাধ্যমে ইউক্রেনের ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার করা না হলে রাশিয়া বলপ্রয়োগের মাধ্যমে ইউক্রেনের ডনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত ডনবাসে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে আট বছর ধরে চলা লড়াইয়ের পর পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠান।

পুতিন নয়াদিল্লি সফরের আগে ইন্ডিয়া টুডেকে বলেন, “হয় আমরা অস্ত্রের জোরে এই অঞ্চলগুলো মুক্ত করব অথবা ইউক্রেনীয় সেনারা এই অঞ্চলগুলো ছেড়ে চলে যাবে।”

ইউক্রেন জানিয়েছে, রাশিয়াকে তারা নিজস্ব ভূখণ্ড উপহার দিতে চায় না যা মস্কো যুদ্ধক্ষেত্রে জয় করতে ব্যর্থ হয়েছে।

রাশিয়া বর্তমানে ইউক্রেনের ১৯ দশমিক ২ শতাংশ ভূমি নিয়ন্ত্রণ করে, যার মধ্যে রয়েছে ক্রিমিয়া। এটি তারা ২০১৪ সালে সংযুক্ত করেছিল। এর বাইরে পুরো লুহানস্ক, দোনেৎস্কের ৮০ শতাংশেরও বেশি, খেরসন এবং জাপোরিঝিয়ার প্রায় ৭৫ শতাংশ এবং খারকিভ, সুমি, মাইকোলাইভ ও ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে রাশিয়া।

যুদ্ধের অবসানের জন্য সম্ভাব্য শান্তি চুক্তির রূপরেখা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় রাশিয়া বারবার বলেছে, তারা সমগ্র ডনবাসের উপর নিয়ন্ত্রণ চায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত অনানুষ্ঠানিকভাবে মস্কোর নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেওয়া।

২০২২ সালে রাশিয়া ঘোষণা করেছিল, লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া এখন রাশিয়ার অংশ। এ সংক্রান্ত গণভোটকে পশ্চিমা এবং কিয়েভ প্রহসন বলে খারিজ করে দিয়েছে। বেশিরভাগ দেশ এই অঞ্চলগুলোকে এবং ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ হিসাবে স্বীকৃতি দেয়।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়