ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেঘ-বৃষ্টির পাহাড়ে

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ২৭ জুন ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
মেঘ-বৃষ্টির পাহাড়ে

আহমেদ সজল

বাড়ির পাশে মেঘলা নদী, সবুজ মেঘের গাঁও
শালিক-কোয়েল ইচ্ছে কবি, কোন বনে আজ যাও।

তিনদিকে তার পাহাড় ঘেরা, অবুঝ ধারায় বৃষ্টি
লাল পাথেরের শক্ত বেড়া, কত আনন্দ সৃষ্টি!

রাতের কালে সুরমা নদী, বাতাস উজান বয়
নিশিকন্যায় মাথা হেলিয়ে রবি, কত্ত কথা কয়।

নৌকা যেথায় পাল উড়িয়ে, বৃষ্টিভেজা গাঙ
জলের ধারা দল হারিয়ে, বাধ্ছে হরকে গান।

দূরের পাহাড় মোড়া সবুজ, গেরুয়া রঙের মুখ
বর্ষণ থেমে বৃষ্টি অবুঝ, ক্ষান্ত সবার সুখ।

নদী একদিন তোমার মত, হারিয়ে এসে সব
উদার চিত্তে খুলে যত, মিথ্যে কলরব।

বৃষ্টির দেশে আসে বৃষ্টি, নিয়ে প্রজনন
তুষ্ট করে করে সৃষ্টি, বাসনায় আনে প্রশমন।

-------------------------------

ঢাকা, ২৮ জুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

 

রাইজিংবিডি/এলএ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়