ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

ভুয়া এনআইডি দিয়ে ব্যাংক ঋণ, গ্রেপ্তার ৫

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ১৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০২:১৭, ১৪ সেপ্টেম্বর ২০২০
ভুয়া এনআইডি দিয়ে ব্যাংক ঋণ, গ্রেপ্তার ৫

প্রতীকী ছবি

ভুয়া পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৫ প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজিব আল মাসুদ রাইজিংবিডিকে বলেন, গোপন সংবাদে শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। 

তারা হলেন- মো. আব্দুল্লাহ আল মামুন, মো. আনোয়ারুল ইসলাম, মো. সুমন পারভেজ, সিদ্ধার্থ শংকর সূত্রধর ও মো. মজিদ। এর মধ্যে দু’জন নির্বাচন কমিশনে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত।

গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তার ৫ জনই জালিয়াতচক্রে জড়িত। ঋণ নিয়ে যারা ফেরত দেননি, কিংবা ক্রেডিট কার্ডের টাকা পরিশোধ করেননি, এমন লোকজনকে তারা টার্গেট করে। আর নতুন ঋণ নিতে আগ্রহীদের নতুন করে জাতীয় পরিচয়পত্র করে দিতো। গ্রেপ্তার পারভেজ ও মজিদ ঋণ পাইয়ে দেওয়ার কাজ করে।  

সুমন ৭/৮ বছর ধরে ‘ভেরিফিকেশন ফার্মে’ কাজ করে বলে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে।

ঢাকা/মাকসুদ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়