ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাবিলদার সুরুজ হত্যা: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ১৬ মে ২০২৪  
হাবিলদার সুরুজ হত্যা: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

ফাইল ফটো

২১ বছর আগে রাজধানীর বাড্ডায় হাবিলদার সুরুজ আলীকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন। দণ্ডিতরা হলেন—আনোয়ার হোসেন, মো. বোরহান উদ্দিন ওরফে জিন্নাতুল আলম এবং আব্দুল হক ওরফে আব্দুল্লাহ।

রায় ঘোষণার সময় আসামি আনোয়ার হোসেন ও বোরহান উদ্দিন ওরফে জিন্নাতুল আলম আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। আব্দুল হক পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

২০০৩ সালের ৬ ডিসেম্বর বাড্ডা থানাধীন খিলবাড়ীর টেক ছিকুর প্রজেক্টের দক্ষিণ পাশের পুকুরে কচুরিপানার মধ্যে পাটের বস্তা থেকে হাবিলদার সুরুজ আলী লাশ উদ্ধার হয়। ওই ঘটনায় রাজধানীর বাড্ডা থানার উপ-পরিদর্শক আবু বকর মাতুব্বর বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলাটি তদন্তের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আব্দুল বাতেন আসামিদের বিরুদ্ধে ২০০৬ সালের ৩১ অক্টোবর চার্জশিট দাখিল করেন। এর পর ২০০৮ সালের ১৫ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেন। বিচারকালে আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়