ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

লকডাউনে দোকান খোলা রাখার দাবিতে বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ৪ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:০৬, ৪ এপ্রিল ২০২১

লকডাউনের মধ্যে দোকান খোলা রাখার দাবিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সেখানকার ব্যবসায়ীরা।

করোনা সংক্রমণরোধে সোমবার (৫ এপ্রিল) ভোর থেকে ১১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত সারা দেশে লকডাউন দিয়েছে সরকার। এ সময় ঢাকাশহরের শপিংমল, দোকান বন্ধ থাকবে।

রোববার (৪ এপ্রিল) দুপুরের পর থেকে তারা নিউমার্কেটের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভে ব্যবসায়ীরা লকডাউনবিরোধী স্লোগান দেন। তারা দিনে অন্তত চার ঘণ্টা দোকান খোলা রাখার দাবি করেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

গাউছিয়া মার্কেটের ব্যবসায়ী হান্নান মিয়া বলেন, এমনিতেই গত এক বছরে করোনার কারণে ব্যবসা করতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারপর নতুন করে এই লকডাউন তাদের জন্য মরার ওপর খাড়ার ঘার মতো।

লকডাউনের মধ্যে দিনে অন্তত চার ঘণ্টার জন্য যেন দোকান খুলতে পারেন, সরকারের কাছে সেই দাবি করেন তিনি।

ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় নিউমার্কেট, ধানমন্ডি, সংসদ ভবন সংযোগ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহন আটকা পড়ে। যাত্রীরা দুর্ভোগ পোহান। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে দেখা যায়। 

 

মাকসুদ/বকুল  

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়