ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোটি টাকার আইসসহ গ্রেপ্তার সঙ্গীতশিল্পী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ২৭ এপ্রিল ২০২৪  
কোটি টাকার আইসসহ গ্রেপ্তার সঙ্গীতশিল্পী রিমান্ডে

এনামুল কবির রেবেল

কোটি টাকার ক্রিস্টাল মেথসহ (আইস) গ্রেপ্তার সঙ্গীতশিল্পী এনামুল কবির রেবেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির পক্ষে আব্দুল কুদ্দুস রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

রামপুরা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে এনামুল কবিরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি ‘উচ্চারণ’ ব্যান্ডের ভোকাল।

মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়