ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

তারেক-জোবায়দা দেশে এসে আপিল করবেন: আইনজীবী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ২ আগস্ট ২০২৩  
তারেক-জোবায়দা দেশে এসে আপিল করবেন: আইনজীবী

তারেক রহমান ও জোবায়দা রহমান।ছবি: ফেসবুক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও তথ্য গোপনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত এ রায় দেন।

আরও পড়ুন: এ রায় দেশে আইনের শাসনের প্রতিফলন: আইনমন্ত্রী

তবে এ রায়কে সরকারের ফরমায়েশি রায় বলছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

আইনজীবী মাসুম আহমেদ তালুকদার বলেন, এটা একটা রাজনৈতিক সাজা। সরকারের ফরমায়েশি রায়। তারেক রহমান ও জোবায়দা রহমান এ মুহূর্তে বাংলাদেশে নেই। আদালতে ছিলেন না। আমরা এ মামলায় এ দেশের আইন অনুযায়ী একদিন আপিল করবো এবং সেই আপিলে প্রমাণ করে ছাড়বো সরকারের ফরমায়েশি রায়।

তিনি বলেন, তারেক রহমান ও জোবায়দা রহমান বাংলাদেশে আসবেন। ওনারা আসার সঙ্গে সঙ্গে আমরা এ মামলায় আপিল করবো। ওনারা বাংলাদেশে নেই, তাই আপাতত আমরা আপিল করবো না।

আরও পড়ুন: তারেকের ৯, জোবায়দার ৩ বছর কারাদণ্ড

এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল, মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

/মামুন/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়