ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেইলি রোডে অগ্নিকাণ্ড 

‘কাচ্চি ভাই’র মালিক ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ৮ মে ২০২৪   আপডেট: ২০:০৯, ৮ মে ২০২৪
‘কাচ্চি ভাই’র মালিক ২ দিনের রিমান্ডে

সোহেল সিরাজ

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের মামলায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ মে) রাতে মালয়েশিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে ইমিগ্রেশন পুলিশ সোহেল সিরাজকে আটক করে। পরে তাকে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। সিআইডি অগ্নিকাণ্ডে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগের মামলায় গ্রেপ্তার দেখায়।

বুধবার (৮ মে) সোহেল সিরাজকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে সিআইডি। আসামির পক্ষে কাজী নজিবুল্যাহ হিরু রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

বেইলি রোডের গ্রিন কোজি কটেজে গত ২৯ ফেব্রুয়ারি রাতে আগুন লাগে। এতে ৪৬ জন মারা যান। জীবিত উদ্ধার করা হয় ৭৫ জনকে। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ জন শিশু। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল কাচ্চি ভাই রেস্তোরাঁ। অগ্নিকাণ্ডে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলা করে। ঘটনার পরপরই সোহেল সিরাজ পালিয়ে মালয়েশিয়ায় চলে যান। সিরাজসহ এ মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হলো। 

মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়