ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবৈধ সম্পদ অর্জন 

মিটার রিডার রশিদের বিরুদ্ধে দুদ‌কের মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ২ জুন ২০২৪  
মিটার রিডার রশিদের বিরুদ্ধে দুদ‌কের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচা‌রের অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক মিটার রিডার আবদুর রশিদ সিকদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

রোববার (২ জুন) সংস্থাটির উপ-পরিচালক মো. আবদুল মাজেদ বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলাটি দায়ের করেন।

৩০ লাখ ৮১ হাজার ১০০ টাকা পাচার ও ২৬ লাখ ২ হাজার ৫২১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হ‌য়ে‌ছে। মামলায় আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা আনা হয়।

এজাহারে বলা হয়েছে, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের এ মিটার রিডার অবৈধভাবে ২৬ লাখ ২ হাজার ৫২১ টাকা অর্জন করেছেন। পাশাপাশি অবৈধভাবে অর্জিত ৩০ লাখ ৮১ হাজার ১০০ টাকা বিদেশে ভাইদের কাছে পাঠিয়ে ওই টাকা আবার ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স হিসেবে গ্রহণ করেছেন।

এতে আরও বলা হয়, আসামি বৈদেশিক রেমিট্যান্স হিসেবে তার প্রবাসী ভাইয়ের কাছ থেকে পাঠানো ৩০ লাখ ৮১ হাজার টাকার যে হিসাব প্রদর্শন করেছেন তার ভাইয়েরা ওই টাকা প্রবাসে অবস্থানকালে বৈধভাবে অর্জন করেছেন বলে কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। 

নঈমুদ্দীন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়