ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথম আলো–ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরো ৯

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২৩ ডিসেম্বর ২০২৫  
প্রথম আলো–ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরো ৯

জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় আরো নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। 

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত হিসেবে গতকাল সোমবার পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে ১৯ জনকে গতকাল গ্রেপ্তার করার কথা পুলিশ জানায়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন লুটপাট এবং ৪ জন হামলার সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ। বাকিদের বিষয়ে কিছু জানানো হয়নি। আজ আরো ৯ জনকে গ্রেপ্তারের কথা জানানো হলো।

গত ২১ ডিসেম্বর রাত ১২টার পরে প্রথম আলো কার্যালয়ের হেড অফ সিকিউরিটি অবসরপ্রাপ্ত মেজর মো. সাজ্জাদুল কবির বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন। এতে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ঢাকা/এমআর/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়