অ্যাশেজ শেষ কামিন্সের, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও শঙ্কা
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আর অ্যাশেজে খেলবেন না এবং ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। নির্বাচক এবং চিকিৎসাকরা তার দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য কোনও ঝুঁকি নিতে রাজি নন।
পিঠের চোট কাটিয়ে অ্যাডিলেডে টেস্ট দিয়েই দীর্ঘ পাঁচ মাস পর মাঠে ফেরেন কামিন্স। দুই ইনিংসেই দারুণ বোলিং করে তিনটি করে উইকেট শিকার করেন। অ্যাশেজ নিশ্চিত হয়ে যাওয়ায় বক্সিং ডে টেস্টে থাকবেন না তিনি। শুধু কামিন্স নন, বক্সিং ডে টেস্টে খেলবেন না হ্যামস্ট্রিং চোটে পড়া নাথান লায়ন।
কামিন্সের অনুপস্থিতিতে স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন। অ্যাডিলেডে তিনি খেলতে পাররেননি অসুস্থতার জন্য। কামিন্সের জায়গায় সুযোগ পেয়েছেন জাই রিচার্ডসন। লায়নের জায়গা স্কোয়াডে এসেছেন টড মার্ফি। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এ খবর নিশ্চিত করেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল শিগগিরিই ঘোষণা করবে অস্ট্রেলিয়া। কামিন্সকে বিশ্বকাপ দলে রাখা হবে কিনা তা নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি তিনি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও কামিন্স ছিলেন না। ২০২৪ সালের মাঝামাঝির পর থেকে অস্ট্রেলিয়ার হয়ে কোনো টি-টোয়েন্টি খেলেননি তিনি।
তার টি-টোয়েন্টি খেলার সম্ভাবনা কতটুকু সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ম্যাকডোনাল্ড বলেছেন, ‘‘এটি মূল্যায়ন করা হবে। আমি ধরে নিচ্ছি যে কোনও এক সময়ে তার চেক-ইন স্ক্যান করা হবে এবং তার চোট কোন অবস্থান সে সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হবে... বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, সে সেখানে থাকবে কিনা। আমি সত্যিই বলতে পারছি না। এই মুহূর্তে এটি বেশ ধূসর। আমরা আশাবাদী।"
ঢাকা/ইয়াসিন