ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আগুন

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ২২ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আগুন

সিলেটে ছাত্রলীগের সংঘর্ষের সময় দেওয়া আগুনে পুড়ছে মোটরসাইকেল (ছবি : কামাল)

নিজস্ব প্রতিবেদক, সিলেট : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

রোববার রাত ৮টার দিকে নগরীর জিন্দাবাজারের জল্লারপাড় মোড়ে ছাত্রলীগ নেতা উত্তম ও পারভেজ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

সংঘর্ষের সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ছাড়া জল্লারপাড়ার রাতুল প্লাজা ও কয়েকটি চায়ের দোকানে ভাঙচুর চালানো হয়।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা উত্তম ও পারভেজ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে রোববার রাত সাড়ে ৮টার দিকে জাল্লারপাড়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

সংঘর্ষের সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। তবে  মোটরসাইকেলটি কার সেটা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া স্থানীয় রাতুল প্লাজা ও কয়েকটি চায়ের দোকানে ভাঙচুর করা হয় সংঘর্ষের সময়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান রাইজিংবিডিকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।


 

রাইজিংবিডি/সিলেট/২২ মার্চ ২০১৫/রফিকুল ইসলাম কামাল/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়