মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়ালটনের শুভেচ্ছা
নাসির উদ্দিন সাথীর হাতে ফুলের তোঁড়া তুলে দেন শাহজাদা সেলিম
মাই টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওয়ালটন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) মাই টিভির কার্যালয়ে সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদেরের উপস্থিতিতে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর হাতে ফুলের তোঁড়া তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন মাই টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক আসফিয়া উদ্দিন, পরিচালক তৌহিদ আফ্রিদি, পরিচালক (মার্কেটিং) রাজিয়া সুলতানা শিখা প্রমুখ।
/পলাশ/এসবি/