ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন-আলোকিত বাংলাদেশ ‘বিশ্বকাপ কুইজ-২০২৩’র পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ৩ জুন ২০২৪  
ওয়ালটন-আলোকিত বাংলাদেশ ‘বিশ্বকাপ কুইজ-২০২৩’র পুরস্কার বিতরণ

ওয়ালটন-আলোকিত বাংলাদেশ ‘২০২৩ বিশ্বকাপ’ ক্রিকেট কুইজের ১ম ও ২য় পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১ জুন) ঢাকা আহছানিয়া মিশন অডিটরিয়ামে কুইজের প্রথম ও দ্বিতীয় পর্বের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আলোকিত বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক শামীম সিদ্দিকীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ড অধ্যাপক ড. গোলাম রহমান। আলোকিত বাংলাদেশের ক্রীড়া বিভাগের পরিচালনায় হেড অব মার্কেটিং মো. জিয়াউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহছানিয়া মিশনের ডেপুটি ডিরেক্টর ওবায়েদুল হক, ঢাকা আহছানিয়া মিশন এআইএস এর সহকারী অধ্যাপক মুফতী শাঈখ মুহাম্মদ উসমান গনী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন এবং অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর অগাস্টিন সুজন বাড়ৈ।
এছাড়া, উপস্থিত ছিলেন আলোকিত বাংলাদেশের ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত ইনচার্জ এম জাফিউল ইসলাম, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন আবুল কালাম আজাদ, সার্কুলেশন বিভাগের প্রধান মো. হামিদুর রশিদ চঞ্চল, ডেস্ক ইনচার্জ আবু সালাম, সহকারী ম্যানেজার মো. হাসান আল বান্না প্রমুখ।

পুরস্কার বিজয়ীদের তালিকা:
১ম পর্ব : প্রথম পুরস্কার একটি ওয়ালটন রেফ্রিজারেটর। বিজয়ী মাদারীপুরের মো. আলী। তার বাবার নাম আরব আলী। দ্বিতীয় পুরস্কার একটি ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টিভি। বিজয়ীর নাম  মুনতাহা। বাবার নাম সাদ্দাম। তার বাড়ি ঝিনাইদহ। তৃতীয় পুরস্কার একটি ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। বিজয়ী হয়েছেন ঢাকা মিরপুরের মো. গোলাম মোস্তফা। তার বাবার নাম মো. আবুল কাসেম।

চতুর্থ পুরস্কার তিনটি ওয়ালটন রাইস কুকার। পুরস্কার জিতেছেন মারিয়া সুলতানা, পিতা: মনির আহম্মেদ। ঠিকানা: লক্ষীপুর। আনিকা, পিতা : আজম। ঠিকানা : চুয়াডাঙ্গা। হাবিবুর, পিতা : হাফিজুর রহমান। ঠিকানা : নুরের চালা।

পঞ্চম পুরস্কার তিনটি ওয়ালটন ব্লেন্ডার। বিজয়ীদের নাম : ইসমাইল, পিতা : মুসলিম। ঠিকানা : শিবচর, মাদারীপুর। সবুজ হাওলাদার পিতা : ইয়াসিন হাওলাদার। ঠিকানা : কামরাঙ্গীরচর, ঢাকা। প্রীতি, পিতা : কুতুব উদ্দীন। ঠিকানা : বাড্ডা, ঢাকা।

২য় পর্ব : প্রথম পুরস্কার একটি ওয়ালটন ৪৩ ইঞ্চি এলইডি টিভি। বিজয়ীর নাম : ইফতি, পিতা : নাজিম উদ্দিন। ঠিকানা : নোয়াহাট, বোয়ালখালী।

দ্বিতীয় পুরস্কার একটি ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টিভি। বিজয়ী মুসলিমা, পিতা নুর ইসলাম। ঠিকানা : যশোর। তৃতীয় পুরস্কার একটি ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। বিজয়ী আরিয়ান, পিতা বাদশা। ঠিকানা : বনানী, ঢাকা।
চতুর্থ পুরস্কার তিনটি ওয়ালটন গ্যাস স্টোভ। বিজয়ীরা হচ্ছেন- মাজেদা, পিতা : আব্দুর শুকুর। ঠিকানা : ফুলগাজী, ফেনী। শামীম আরা বেগম, পিতা : আব্দুল আজিজ। ঠিকানা : খিলগাঁও, তালতলা, ঢাকা। অরিন, পিতা : হামিদ। ঠিকানা : গোড়ান, ঢাকা।
পঞ্চম পুরস্কার তিনটি ওয়ালটন রাইস কুকার। বিজয়ীরা হচ্ছেন- নাফি, পিতা : হামিদ। ঠিকানা : গোড়ান, ঢাকা। ইব্রাহিম শেখ, পিতা : শাহাজান। ঠিকানা : যাত্রাবাড়ী, ঢাকা। খোন্দকার একরাম আলী, পিতা : খোন্দকার এ. কে. এম আকরাম আলী। ঠিকানা : মধ্যপাইকপাড়া, মিরপুর, ঢাকা। 

ঢাকা/আকরাম হোসেন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়