ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৈয়দা মাহফুজা বেগম আর নেই

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ২৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১০:৫৭, ২৬ ডিসেম্বর ২০২৪
সৈয়দা মাহফুজা বেগম আর নেই

বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এজিএম সৈয়দ মোশতাক আলীর মা সৈয়দা মাহফুজা বেগম ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাদ জোহর খুলনা নগরীর বাইতিপাড়ার মতি মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।

মাহফুজা বেগমের নাতি ও রাইজিংবিডির সহ-সম্পাদক সৈয়দ আলী আল মাসুদ এ তথ্য জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বয়সজনিত কারণে অনেকদিন ধরে অসুস্থ ছিলেন মাহফুজা বেগম। গত মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার মনোয়ারা হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুমা মৃত্যুকালে তিন ছেলে ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।

সৈয়দ আলী আল মাসুদ বলেন, বুধবার বাদ মাগরিব ঢাকার বেইলী রোডে মেজো ছেলের বাড়িতে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বাদ জোহর খুলনা নগরীর বাইতিপাড়ার মতি মসজিদে মরহুমার দ্বিতীয় জানাজা হবে। পরে তাকে নগরীর বয়রার রায়ের মহল এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ঢাকা/মাসুদ/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়