ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

নাদিফের ষষ্ঠ সেঞ্চুরি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাদিফের ষষ্ঠ সেঞ্চুরি

সেঞ্চুরির পর নাদিফ চৌধুরী (ছবি : সাহেল মিয়া ও রেজাউল করিম)

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে সেঞ্চুরির দেখা পেয়েছেন নাদিফ চৌধুরী। তৃতীয় রাউন্ডের খেলায় ঢাকা বিভাগের হয়ে খুলনা বিভাগের বিপক্ষে আজ শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেঞ্চুরি করেন তিনি। ১৯৭ বলে ১২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১২২ রানে অপরাজিত আছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি।

১৫ সেপ্টেম্বর থেকে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের ১৯তম আসর শুরু হয়েছে। ইতিমধ্যে দুই রাউন্ড খেলা হলেও ব্যাটিং করার সুযোগ হয়নি নাদিফ চৌধুরীর। প্রথম রাউন্ডে কক্সবাজারে বরিশালের বিপক্ষে ঢাকার ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয়। এরপর দ্বিতীয় রাউন্ডে রংপুরের বিপক্ষেও বগুড়ায় বৃষ্টি হয়। বৃষ্টির কারণে সেখানেও নাদিফ ঢাকার হয়ে ব্যাট করতে নামতে পারেননি। এবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে ব্যাট করতে নামার সুযোগ পেয়েছেন।
 


সকালে ১৮১ রানের মাথায় শুভাগত হোম আউট হয়ে যাওয়ার পর মাঠে নামেন নাদিফ। ষষ্ঠ উইকেটে তাইবুর পারভেজের সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন। এরপর মোশাররফ হোসেনের সঙ্গে সপ্তম উইকেটে ইতিমধ্যে ১৩৮ রানের গুটি গড়েছেন। তুলে নিয়েছেন সেঞ্চুরি। এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনার বিপক্ষে ১১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৮৮ রান সংগ্রহ করেছে ঢাকা বিভাগ।




রাইজিংবিডি/ঢাকা/৩০ সেপ্টেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়