ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইতালিফেরত ১৪২ জন হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ১৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতালিফেরত ১৪২ জন হোম কোয়ারেন্টাইনে

ফাইল ফটো

ইতালি থেকে আসা ১৪২ জন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে তাদেরকে আশকোনা হজ ক্যাম্প থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাতেই অধিকাংশ প্রবাসী আশকোনা হজ ক্যাম্প ত্যাগ করবেন। তবে অনেকেই রাতে থেকে যেতে পারেন।

শনিবার (১৪ মার্চ) রাতে আশকোনা হজ ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ‘আজকেই অধিকাংশ প্রবাসী নিজ নিজ বাড়িতে চলে যাবেন। কয়েকজন হয়তো রাতে নিরাপত্তার কারণে ক‌্যাম্পে থেকে যেতে পারেন। তাতে আমাদের কোনো অসুবিধা নেই। দুপুরে দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের খাবার ব‌্যবস্থা করা হয়েছিল। রাতেও তাদের খাবার দেওয়া হবে।’


ঢাকা/সাওন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়