ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অর্ডার বাতিলের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
অর্ডার বাতিলের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার আহ্বান

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে অনেক অর্ডার বাতিল করেছেন পশ্চিমা ব্যবসায়ীরা। এসব  অন্যায্য অর্ডার বাতিলের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ করে আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের প্রতি এ আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

ভিডিও কনফারেন্সে ড. মোমেন আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ কোটি ৩০ লাখ বাংলাদেশি অবস্থান করছেন। তাদের সবার সুবিধার্থে সরকার কাজ করছে। ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করার লক্ষ্যে হেল্পলাইন চালু করা হয়েছে। দূতাবাস অ্যাপ চালু করা হয়েছে। গত কয়েক বছরে বিদেশে বাংলাদেশের মিশন ৫৭ থেকে বাড়িয়ে ৭৮টি করা হয়েছে। আগামীতে বিদেশে বাংলাদেশের মিশন ১০০টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

ড. মোমেন আয়ারল্যান্ডের ডাবলিনে বাংলাদেশের মিশন প্রতিষ্ঠার জন্য সেখানকার প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

ভিডিও কনফারেন্সে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ও আয়ারল্যান্ডে নিযুক্ত অনাবাসী রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীমসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

 

ঢাকা/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়