RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৮ ফেব্রুয়ারি ২০২১ ||  ফাল্গুন ১৫ ১৪২৭ ||  ১৫ রজব ১৪৪২

ধর্ম প্র‌তিমন্ত্রীর অপসার‌ণের দা‌বি‌তে ডি‌সি‌কে স্মারক‌লি‌পি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধর্ম প্র‌তিমন্ত্রীর অপসার‌ণের দা‌বি‌তে ডি‌সি‌কে স্মারক‌লি‌পি

ধর্ম প্র‌তিমন্ত্রীর অপসার‌ণের দা‌বি‌তে ঢাকা জেলা প্রশাসক‌কে স্মারক‌লি‌পি দি‌য়ে‌ছে বাংলা‌দেশ ইসলামী ছাত্র‌সেনা।

বৃহস্প‌তিবার দুপু‌রে সংগঠন‌টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান হুসাইন তুষার ঢাকা জেলা প্রশাস‌ক আবু ছালেহ মুহাম্মদ ফোর‌দৌস খা‌নের হা‌তে এ‌টি তু‌লে দেন।

এরআ‌গে তার নেতৃ‌ত্বে ছাত্র‌সেনার ছয় সদস্যর একটি প্রতিনিধি দল জেলা প্রশাস‌কের কাছে যান। এসময় সংগঠ‌নের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ আরিফুল ইসলাম, ইয়াহইয়া বিন সিদ্দিকী, রিদওয়ান সাজ্জাদ, ইয়াছিন রা‌সেল প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

আ‌লেম ওলামা‌দের কুকু‌রের স‌ঙ্গে তুলনা এবং প‌বিত্র হ‌জের অবমাননার অ‌ভি‌যো‌গে ধর্মপ্র‌তিমন্ত্রীর অপসার‌ণের দা‌বি‌তে ছাত্র‌সেনা আ‌ন্দোলন কর্মসূ‌চি ঘোষণা ক‌রে।

বৃহস্প‌তিবার জেলা পর্যায়ে ডি‌সি বরাবরে স্মারক‌লি‌পি প্রদান এ কর্ম সূচির অংশ। একই দাবি‌তে ১৬ ও ১৭ ন‌ভেম্বর সারা‌দে‌শে বি‌ক্ষোভ কর্মসূ‌চির ডাক দি‌য়ে‌ছে সংগঠন‌টি।


ঢাকা/নঈমুদ্দীন/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়