ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে মিয়ানমারের জবাবদিহিতা চায় যুক্তরাজ্য

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ২৫ আগস্ট ২০২০   আপডেট: ১৮:৩১, ১১ অক্টোবর ২০২০
রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে মিয়ানমারের জবাবদিহিতা চায় যুক্তরাজ্য

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিষয়ে মিয়ানমারের জবাবদিহিতার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। 

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরুর তিন বছর পূর্তিতে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

ঢাকাস্থ যুক্তরাজ‌্যের হাইকমিশন থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘তিন বছর ধরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ ও সরকারের অসাধারণ উদারতার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধে মিয়ানমারের জবাবদিহিতার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রাখব। একই সঙ্গে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাবান প্রত্যাবর্তনের ওপর জোর দেব।’

রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্য গত তিন বছরে ২৫৬ মিলিয়ন পাউন্ড সহায়তা দিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া শুরু করেন রোহিঙ্গারা। এরপর গত তিন বছরে ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কয়েক দফা তাদের প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হলেও মিয়ানমারের অসহযোগিতার কারণে তা এখনো সম্ভব হয়নি। 

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়