ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

ইয়েমেন থেকে বাংলাদেশি ৫ বন্দিকে মুক্ত করে আনা হচ্ছে

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ২ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৬:০৭, ২ ডিসেম্বর ২০২০
ইয়েমেন থেকে বাংলাদেশি ৫ বন্দিকে মুক্ত করে আনা হচ্ছে

ইয়েমেনের সানায় ৯ মাস ধরে হুতিদের হাতে বন্দি ৫ বাংলাদেশি নাবিককে মুক্ত করা সম্ভব হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের হস্তক্ষেপে তাদের মুক্ত করে দেশে আনার প্রক্রিয়া চলছে।

বুধবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ৯ মাস ধরে বন্দি থাকা অবস্থায় এক পর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাওয়ার পর তাদের মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়। বন্দিদের মধ্যে একজন প্রতিমন্ত্রীর সঙ্গে প্রথম যোগাযোগ করেন প্রায় দুইমাস আগে।

বাংলাদেশের ওমান ও কুয়েত দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের গত দুই মাসের প্রচেষ্টায় আগামীকাল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তারা এডেনে আসবেন বলে আশা করা যাচ্ছে। সেখান থেকে তারা আন্তর্জাতিক শরণার্থী সংস্থার (আইওএম) সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবেন।

ইয়েমেনে ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করতেন তারা।  তাদের সঙ্গে ভারতীয় নাগরিকও বন্দি ছিলেন হুতিদের হাতে।

হাসান/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ