ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

ফুটবল উন্মাদনায় ভাসলো মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ৭ মে ২০২৪  
ফুটবল উন্মাদনায় ভাসলো মুন্সীগঞ্জ

বসুন্ধরা বাংলাদেশ ফেডারেশন কাপ ফুটবলের সেমি ফাইনাল খেলাকে কেন্দ্র করে ফুটবল উন্মাদনায় ভাসলো মুন্সীগঞ্জের ক্রীড়াপ্রেমী মানুষ।

মঙ্গলবার (৭ মে) বিকেলে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ফেডারেশন কাপের প্রথম সেমি ফাইনালে এক সময়ের দেশের অন্যতম ফুটবল পরাশক্তি ঢাকা মোহামেডানের মুখোমুখি হয় পুলিশ এফসি।

সেমি ফাইনাল খেলাকে কেন্দ্র করে ফুটবল উন্মাদনা আবার ফিরে আসে জেলা শহর মুন্সীগঞ্জে। স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পুলিশ এফসিকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ঢাকা মোহামেডান। এসময় গ্যালারিতে থাকা মোহামেডানের সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক স্বপন কুমার দাস খেলা দেখতে এসে স্মৃতি রোমন্থন করেন।

হেরে গিয়েও প্রতিপক্ষ দলকে অভিনন্দন জানিয়ে ফুটবলের সম্প্রীতির প্রকাশ করেন পুলিশ এফসি হেড কোচ আরোস্টিকা ইওভা।

মোহামেডানের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া জানালেন ঢাকা মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব।
 
ফেডারেশন কাপের অধিকাংশ খেলা হয়েছে অনেকটা ফাঁকা গ্যালারিতে। সেমি ফাইনালে এসে চিত্র কিছুটা পাল্টেছে। দর্শক এসেছে, দেখা গেছে উন্মাদনা।

রতন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়