ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

রোল্যান্ড চাই ও অ্যাডাম কোস্টিয়ালের সঙ্গে ডিএসই চেয়ারম্যানের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৬, ৭ মে ২০২৪   আপডেট: ২৩:০৭, ৭ মে ২০২৪
রোল্যান্ড চাই ও অ্যাডাম কোস্টিয়ালের সঙ্গে ডিএসই চেয়ারম্যানের বৈঠক

ইইউ প্রেসিডেন্ট ফর ইউরোপীয় মার্কেটস রোল্যান্ড চাই এবং সুইডেনের স্বনামধন্য স্টক এক্সচেঞ্জ নাসডাক স্টকহোম এবি'র প্রেসিডেন্ট অ্যাডাম কোস্টিয়ালের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু।

মঙ্গলবার (৭ এপ্রিল) সুইডেনের নাসডাক স্টকহোম এবিতে এ বৈঠক হয়। ডিএসই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দুই পক্ষের সঙ্গে বৈঠকে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু বলেছেন, বাংলাদেশের পুঁজিবাজার উদীয়মান। বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে ইউরোপীয় স্টক এক্সেচেঞ্জগুলো সার্বিক সহযোগিতা বজায় রাখবে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে দুই দেশের সম্পর্কের আরো উন্নয়ন ঘটবে। পাশাপাশি দুই পক্ষের সহযোগিতায় বাংলাদেশের পুঁজিবাজার সমৃদ্ধ হবে।

এদিকে, একই দিনে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু সুইডেনের স্টক এক্সচেঞ্জ নাসডাক স্টকহোম এবির প্রেসিডেন্ট অ্যাডাম কোস্টিয়ালের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন৷

বৈঠকে নাসডাক স্টকহোম এবির প্রেসিডেন্ট অ্যাডাম কোস্টিয়াল তাদের প্রোডাক্ট, লিস্টিং এবং ডি-লিস্টিং প্রক্রিয়া, বাজার পরিচালন প্রক্রিয়া এবং এক্সচেঞ্জ পরিচালনার ক্ষেত্রে নাসডাক স্টকহোম এবি’র পরিচালনা পর্ষদের ভূমিকার বিষয়ে অবহিত করেন৷

বৈঠকে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু বাংলাদেশের উদীয়মান অর্থনীতি এবং বাংলাদেশের পুঁজিবাজারের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ তার ট্রেডিং প্ল্যাটফর্ম আধুনিকায়নে ২০১৪ সাল থেকে নাসডাক ওএমএক্সের এক্স-ট্রীম আইনেট ম্যাচিং ইঞ্জিন এবং সুইডেনভিত্তিক কোম্পানি ট্রাপেটস এবি’র ইনস্ট্যান্টওয়াচ মার্কেট সার্ভিলেন্স সফটওয়্যার ব্যবহার করছে। নাসডাক স্টকহোমের সঙ্গে দীর্ঘ এবং সফল সম্পর্কসহ কৌশলগত ও গতিশীল উন্নয়ন পরিকল্পনায় ডিএসই সহযোগিতা চায়৷

এছাড়াও ডিএসইর চেয়ারম্যান পণ্য এবং প্রযুক্তির উন্নয়ন সম্পর্কে নলেজ শেয়ারিং ও সহযোগিতা, বাজার মনিটরিং ও নজরদারি, ফিন্যান্সিয়াল লিটারেসি কর্মসূচি প্রসারিত করা এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন৷ তিনি আশা ব্যক্ত করেন, ক্যাপিটাল মার্কেট পরিচালনার ক্ষেত্রে নাসডাক স্টকহোমের সহযোগিতায় বাংলাদেশের পুঁজিবাজার সমৃদ্ধ হবে।

পরে ড. হাসান বাবু ডিএসই ও নাসডাক স্টকহোম এবি’র পারস্পরিক সহযোগিতাবিষয়ক একটা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আলোচনা করেন৷ একই সাথে ড. হাসান বাবু নাসডাক স্টকহোমের প্রেসিডেন্ট অ্যাডাম কোস্টিয়ালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। নাসডাক স্টকহোম এবি’র প্রেসিডেন্ট ডিএসইর ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিদর্শনের সম্মতি জ্ঞাপন করেন।

এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়