ঢাকা     মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৬ ১৪৩২

শেয়ার কিনলেন উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১৯ মে ২০২৪  
শেয়ার কিনলেন উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

বুধবার (১৫ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল হোসেন। তিনি উত্তরা ব্যাংকের ১ লাখ ১২ হাজার ৫০০ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

শেয়ার বিক্রি করার ঘোষণা পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এই ব্যবস্থাপনা পরিচালক ডিএসইর পাবলিক এবং ব্লক মার্কেটে শেয়ার ক্রয় সম্পন্ন করবেন।

এর আগে, গত ১৫ মে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল হোসেন ১ লাখ ১২ হাজার ৫০০ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেন।

ঢাকা/এনটি/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়