ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

গ্লোবাল হেভি কেমিক্যালসের জমির দাম পুনর্মূল্যায়ন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ১৯ মে ২০২৪  
গ্লোবাল হেভি কেমিক্যালসের জমির দাম পুনর্মূল্যায়ন

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের জমির দাম পুনর্মূল্যায়ন করা হয়েছে।

রোববার (১৯ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত ১৮ মে অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় জমির পুনর্মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন ও গৃহীত হয়।

তথ্য মতে, রাজধানীর কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় কোম্পানিটির কেনা ১০২৮ ডেসিমাল জমির দাম পুনর্মূল্যায়ন করা হয়েছে। গত ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জমিটির জন্য ব্যয় দেখানো হয় ১৮০ কোটি ৬৭ লাখ ৩২ হাজার ২৬ টাকা। তবে, ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জমিটির ব্যয় বেড়ে দাঁড়ায় ৪৩৬ কোটি ৯১ লাখ ৭৫ হাজার টাকায়।

গ্লোবাল হেভি কেমিক্যালসের জমির দাম পুনর্মূল্যায়ন করেছে এস এফ আহমেদ কো. চার্টার্ড অ্যাকাউন্টেন্টস।

ঢাকা/এনটি/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়