ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রকল্প ফিরিয়ে দিয়ে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ৫ জানুয়ারি ২০২১  
প্রকল্প ফিরিয়ে দিয়ে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

স্বাস্থ‌্য অধিদপ্তরের একটি প্রকল্প ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ‘কুষ্টিয়া মেডিক‌্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প, কুষ্টিয়া (২য় সংশোধিত)’ শীর্ষক এই প্রকল্পটির বিষয়ে তদন্ত করে পরবর্তী একনেক সভায় প্রতিবেদন দিতেও নির্দেশ দেন তিনি। 

মঙ্গলবার (৫ জানুয়ারি) এনইসি সম্মেলন কক্ষে  ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।  

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে ব্রিফ করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন,  ‘প্রধানমন্ত্রী বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) তদন্ত করে প্রতিবেদন দিতে হবে। পরবর্তী একনেক সভায় তদন্তের প্রতিবেদন দিতে হবে। আইএমইডি সচিবের নেতৃত্বে প্রতিবেদনটি তৈরির নির্দেশনা দিয়েছেন  প্রধানমন্ত্রী।’

একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘কী কারণে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি?  এর আগেও ২০১৮ সালে এ প্রকল্পটি নিয়ে নির্দেশনা দিয়েছিলাম।’ প্রধানমন্ত্রী প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানোর কারণ ব্যাখ্যা করতেও বলেছেন।
 
স্বাস্থ্য সচিব ও পরিকল্পনামন্ত্রীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ে শেষ করতে না পারার পেছনে কারা কারা জড়িত, তাদের চিহ্নিত করে বিভাগীয় পর্যায়ে ব্যবস্থা নিতে হবে।’

প্রসঙ্গত, প্রকল্পের মূল অনুমোদিত ব্যয় ছিল ২৭৫ কোটি ৪৩ লাখ টাকা। বাস্তবায়ন মেয়াদ ছিল জানুয়ারি ২০১২ থেকে ডিসেম্বর ২০১৪ সাল।  কিন্তু গত আট বছরে এ প্রকল্প বাস্তবায়ন করতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। প্রকল্প  প্রথম অনুমোদনের পর দুই দফা মেয়াদ বাড়িয়ে বাস্তবায়ন মেয়াদ ২০১৬ সাল পর্যন্ত করা হয়। এরপর প্রথম সংশোধন করা হয়। প্রথম সংশোধনীর পরও প্রকল্পটির মেয়াদ বাড়িয়ে ডিসেম্বর ২০২০ সাল পর্যন্ত করা হয়। মঙ্গলবার (৫ জানুয়ারি) দ্বিতীয় সংশোধনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী প্রকল্পটি ফিরিয়ে দেন।  

হাসিবুল/এনই 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়