ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ছবি মেলার ভার্চুয়াল প্রদর্শনী উদ্বোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২১  
ছবি মেলার ভার্চুয়াল প্রদর্শনী উদ্বোধন

রাজধানীর পান্থপথের দৃকপাঠ ভবনে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব শেষ হয়েছে গত ২১ ফেব্রুয়ারি। দৃক পিকচার লাইব্রেরি লিমিটেড ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট যৌথভাবে আয়োজন করেছিল 'ছবি মেলা শূন্য' শীর্ষক এ আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) থেকে ‘ছবি মেলা শূন্য' অনলাইনে দেখা যাবে। উৎসবের শেষ দিন ২১ ফেব্রুয়ারি এ ভার্চুয়াল প্রদর্শনী উদ্বোধন করা হয়। এর ফলে দেশ-বিদেশের শিল্পরসিক দর্শকরা, যারা করোনার কারণে সরাসরি প্রদর্শনী দেখতে পারেননি, তারা কম্পিউটারের পর্দায় বা ভিআর মডিউলের মাধ্যমে ত্রিমাত্রিক ভার্চুয়াল গ্যালারিতে এসব শিল্পকর্ম দেখার সুযোগ পাবেন।

ভার্চুয়াল এ প্রদর্শনীটি তৈরি করা হয়েছে এআরকে রিপন ও তার আর্ট এজেন্সি ‘আর্টকন’ এর কারিগরি সহযোগিতায়। তারা সম্পূর্ণ দৃকপাঠ ভবন এবং প্রদর্শনীগুলোকে চমৎকারভাবে ভার্চুয়াল উপস্থাপনায় রূপান্তর করেছেন।

আগামী ছয় মাস এ ভার্চুয়াল প্রদর্শনী চালু থাকবে। এটি দেখা যাবে ছবি মেলার অফিসিয়াল ওয়েবসাইট www.chobimela.org অথবা https://artcon.com.bd/vr/chobimela/ লিংকে গিয়ে।

মেসবাহ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়