ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিজেএমসি ভবনে আগুন: ৬ সদস‌্যের তদন্ত কমিটি

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৯, ২২ মার্চ ২০২১  
বিজেএমসি ভবনে আগুন: ৬ সদস‌্যের তদন্ত কমিটি

রাজধানীতে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় সদস‌্যের তদন্ত কমিটি গঠন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটি গঠনের বিষয়টি জানিয়ে সোমবার (২২ মার্চ) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট-১ অধিশাখা থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি যাতে না ঘটে অর্থাৎ ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় বিষয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজেএমসি ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাট) সাবিনা ইয়াসমিনকে কমিটির প্রধান করা হয়েছে।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়