ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিএনসিসির বিরুদ্ধে ব্যক্তিগত সম্পত্তি দখলের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ১৩ জুন ২০২১   আপডেট: ১৮:০৬, ১৩ জুন ২০২১
ডিএনসিসির বিরুদ্ধে ব্যক্তিগত সম্পত্তি দখলের অভিযোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিরুদ্ধে ব্যক্তিগত সম্পত্তি দখলের অভিযোগ করেছে একটি পরিবার। ওই পরিবার জানায়, রাজধানীর বিজয় সরণির পূর্ব পাশে তাদের ২৪ দশমিক ৮৩ শতক জমি আছে। যা এখন ডিএনসিসি’র অধীন ‘কলমিলতা বাজার’। জমির মালিককে উচ্চ আদালত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেও ডিএনসিসি তা দিচ্ছে না।

রোববার (১৩ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ অভিযোগ করে ভুক্তভোগী পরিবারটি। মানববন্ধনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নুরতাজ আরা ঐশী। মানববন্ধনে পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ঐশী বলেন, ‘ডিএনসিসি ক্ষমতার অপব্যবহার করে আমাদের সম্পদ জবর দখল করে রেখেছে। বর্তমান যে কলমিলতা বাজার, সেটার মালিক ডিএনসিসি না, আমরা। জবর দখল করায় হাইকোর্ট সম্পত্তির মালিককে ক্ষতিপূরণ দিতে ডিএনসিসিকে নির্দেশ দিয়েছেন। কিন্তু, ডিএনসিসি হাইকোর্টের নির্দেশ মোতাবেক ক্ষতিপূরণও দিচ্ছে না।'

লিখিত বক্তব্যে ঐশী বলেন, ‘আনিসুল হক মেয়র থাকা অবস্থায় আদালতের ওই নির্দেশ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব ২০১৭ সালে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকার ডিসির কাছে পাঠিয়েছিলেন। ডিসি ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কিছু তথ্য চেয়ে কয়েক দফা ডিএনসিসিকে চিঠিও দিয়েছে। বর্তমান মেয়র আতিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর ২০১৯ সালে কোর্টের নির্দেশ অমান্য করে ক্ষতিপূরণ বাবদ দুটি চেকে মাত্র ১ লাখ ৯০ হাজার টাকা ঢাকার ডিসি বরাবর পাঠান। ফেরত চিঠিতে ঢাকার ডিসি ডিএনসিসি মেয়রের পত্রকে দুরভিসন্ধিমূলক ও অনভিপ্রেত বলে উল্লেখ করেন।'

এমন অভিযোগের বিষয়ে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ‘এ বিষয়ে ডিএনসিসির আনুষ্ঠানিক বক্তব্য বিকেলে লিখিতভাবে গণমাধ্যমকে জানানো হবে।’

মেয়া/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়