ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ক্রেতাদের পছন্দ মাঝারি ও ছোট গরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১৫ জুলাই ২০২১   আপডেট: ১৫:১৪, ১৫ জুলাই ২০২১
ক্রেতাদের পছন্দ মাঝারি ও ছোট গরু

মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি

কোরবানির ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। এরইমধ‌্যে রাজধানীতে বসেছে কোরবানির পশুর হাট। শুরু হয়েছে বিক্রি। ভিড় বাড়তে পারে ভেবে কেউ কেউ কোরবানির পশু কিনছেন এখনই। 

হাটে এখন পর্যন্ত সেসব ক্রেতা আসছেন তাদের অধিকাংশের পছন্দ মাঝারি ও ছোট আকারের গরু। বড় গরুর ক্রেতা এখনও হাটে আসেননি বলে জানালেন গরু ব‌্যবসায়ীরা। তারা বলছেন, কোরবানির দুই বা তিন দিন আগে থেকেই মূলত বড় গরুর ক্রেতারা হাটে আসবেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর গাবতলী গিয়ে দেখা যায়, ৩০ হাজার থেকে শুরু করে ১৫ লাখ টাকা দামের গরু হাটে নিয়ে এসেছেন ব‌্যবসায়ীরা। 

হাট ঘুরে দেখা যায়, বাঁশের সঙ্গে সারি সারি গরু আর মহিষ বাঁধা। ক্রেতাদের উপস্থিতি তূলনামূলক কম। হাটে মাঝারি ও বড় গরুর সংখ্যা বেশি হলেও বেশির ভাগ ক্রেতার আগ্রহ মাঝারি ও ছোট গরুর প্রতি।

গাবতলী গরুর হাট পরিচালনা কমিটির সদস্য আনোয়ার হোসেন বলেন, ‘অন‌্য বছর ঈদের তিন দিন আগে থেকে প্রতি দিন ১০ থেকে ১৫ হাজার গরু বিক্রি হয়। এবার করোনার কারণে হয়তো একটু কম হতে পারে। তবে এখন যারা হাটে আসছেন তারা ছোট গরু কিনছেন।’ 

কুষ্টিয়া থেকে ২০টি গরু নিয়ে আসা আনসার উদ্দিন বলেন, ‘হাটে বড় গরু নিয়ে মাতামাতি থাকলেও বেশি বিক্রি হচ্ছে ছোট ও মাঝারি গরু। ৫০ থেকে ৯০ হাজার টাকা দামের এসব গরুর বিক্রিও বেশি হয়।’

তিনি বলেন, ‘আমি ২০টি গরু নিয়ে এসেছিলাম। গতকাল ও আজ ৫টি গরু বিক্রি হয়ে গেছে। আশা করছি, বাকি ১৫টি গরুও দ্রুত বিক্রি হয়ে যাবে।’

ধানমন্ডি থেকে গাবতলীতে গরু কিনতে এসেছেন আসলাম হোসেন।

তিনি বলেন, ‘গরু কেনার বাজেট ৬০ থেকে ৭০ হাজার টাকা। কিন্তু এই দামের গরু কম। তাই বাজেট আর একটু বাড়িয়ে গরু কেনার জন্য ঘুরছি। তবে এখানে এসে দেখলাম গত বছরের তুলনায় এই বছর দামটা একটু বেশি। আর করোনার কারণে এখনও বেশি গরু ওঠেনি।’

ঢাকা/হাসিবুল/ইভা    

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়