ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

‘আমাদের বাঁচান, আমরা মৃত্যুর সম্মুখীন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ৩ মার্চ ২০২২   আপডেট: ১৩:১৩, ৩ মার্চ ২০২২
‘আমাদের বাঁচান, আমরা মৃত্যুর সম্মুখীন’

‘আমরা মৃত্যুর সম্মুখীন, কোন জায়গা থেকে আমাদের জন্য সাহায্য আসে নাই। আমাদের বাঁচান’- এভাবেই বাঁচার আকুতি জানাচ্ছিলেন ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় রকেট হামলার শিকার বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির সেকেন্ড ইঞ্জিনিয়ার আসিফুল ইসলাম। 

গতরাতে এই জাহাজে রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মারা যাওয়ার পর এই ভিডিও বার্তা পাঠান আসিফুল ইসলাম।

আরও পড়ুন: ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, এক নাবিক নিহত

ভিডিওতে আসিফ বলেন, ‘আমি বাংলার সমৃদ্ধির সেকেন্ড ইঞ্জিনিয়ার। আমাদের জাহাজে একটু আগে রকেট হামলা হয়েছে। একজন অলরেডি ডেড। আমাদের পাওয়ার সাপ্লাই নেই। ইমার্জেন্সি জেনারেটরে পাওয়ার সাপ্লাই চলছে। আমরা মৃত্যুর মুখে সম্মুখীন। আমাদের এখনো উদ্ধার করা হয়নি। দয়া করে আপনারা আমাদের বাঁচান। আমরা সবাই আছি এখানে। দেখেন।...আমাদের কোনো জায়গা থেকে সাহায্য আসেনি। আমাদের বাঁচান।’

এই সময় তিনি নিজের কান্না সামলাতে পারছিলেন না। বাংলার সমৃদ্ধি জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ারের এই ভিডিও বার্তাটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এদিকে, এই জাহাজের উদ্ধারের বিষয়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, মন্ত্রণালয় থেকে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে জাহাজের নাবিকদের উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: ইউক্রেনে রকেট হামলায় নিহত হাদিসুরের বাড়িতে শোকের মাতম

/রেজাউল/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়