ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মেয়র আতিকুলের উদ্যোগে বন্যার্তদের খাদ্য সহায়তা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৭, ১ জুলাই ২০২২  
মেয়র আতিকুলের উদ্যোগে বন্যার্তদের খাদ্য সহায়তা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের উদ্যোগে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ শ পরিবারকে খাদ্য সহায়তা দেবে উত্তরা ৪ নম্বর সেক্টরের বাসিন্দারা।

বৃহস্পতিবার (৩০ জুন) উত্তরা ৪ নং সেক্টরের কল্যাণ সমিতির মাঠে ত্রাণসামগ্রী প্যাকেজিং কার্যক্রম পরিদর্শনের পর তিনি এ তথ্য জানান।

মেয়র আতিকুল বলেন, ‘সিলেটে এখন বন্যার পানি নেমে গেছে। বন্যা দুর্গতদের সবচেয়ে বেশি দরকার শুকনো খাবার। তাই আমি আমার এলাকার বাসিন্দাদের আহ্বান জানিয়েছি দুর্গত মানুষদের সহায়তার জন্য। আহ্বানে সাড়া দিয়ে ২৭ লক্ষ টাকা অর্থ সহায়তা করেছেন ৪ নম্বর সেক্টরের বাসিন্দারা।'

মেয়র আরও বলেন, 'চাল, ডাল, আলু, তেল, ম্যাচ, ওষুধ ও স্যালাইনসহ ১৬ রকমের খাবার সামগ্রী ১২০০ পরিবারের মাঝে নৌবাহিনীর মাধ্যমে বিতরণের করা হবে। প্রতিটি প্যাকেটে বিভিন্ন প্রকারের মোট ২৭ কেজি খাদ্যসামগ্রী রয়েছে। উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতির তত্ত্বাবধানে এগুলোর প্যাকেজিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। আজকেই এগুলো পাঠিয়ে দেয়া হবে।'

যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী সম্মিলিতভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আহ্বান জানান ঢাকা উত্তরের মেয়র।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমানসহ উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতির সভাপতি মো. আনিসুর রহমান এবং সমিতির অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

মেয়া/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়