ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুদ্ধিজীবীদের জন‌্য বায়তুল মোকাররমে দোয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ১৪ ডিসেম্বর ২০২২  
বুদ্ধিজীবীদের জন‌্য বায়তুল মোকাররমে দোয়া

শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত হয়েছে।

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় বায়তুল মোকাররমে মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।

আরো পড়ুন:

এর আগে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলোচনা সভা ও শহিদদের রূহের মাগফিরাত কামনায় কোরানখানি হয়।

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুনিম হাসান।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মাহবুব আলম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, মো. আনিছুর রহমান সরকার, উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়, ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক মিশন কেন্দ্রসমূহে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

/নঈমুদ্দীন/সাইফ/

সর্বশেষ

পাঠকপ্রিয়