ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরান-ইসরায়েল প্রসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ১৪ এপ্রিল ২০২৪  
ইরান-ইসরায়েল প্রসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

ইসরায়েলে ইরানের হামলার প্রেক্ষিতে রোববার (১৪ এপ্রিল) জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৪টায় এই বৈঠক শুরু হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইরানের হামলার প্রতি নিন্দা জানানো এবং দেশটির বিপ্লবী গার্ড কোরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে ইসরায়েলের অনুরোধের প্রেক্ষিতে এই বৈঠকটি হতে যাচ্ছে।

শনিবার (১৩ এপ্রিল) জরুরি ভিত্তিতে বৈঠকে বসার জন্য নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট রোমান ওইয়ারসুন মারচেসিকে চিঠি দিয়েছিলেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জিলাদ এরদান। এক্স-এ প্রকাশিত এক পোস্টে তিনি বলেন, ইরানের হামলা বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য অনেক বড় হুমকি এবং আমি আশা করি নিরাপত্তা পরিষদ ইরানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।

এদিকে, ইরানের হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সব ধরনের সহায়তা করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া আকাশসীমা ভঙ্গ করায় ইসরায়েলের উদ্দেশ্যে ইরানের ছোড়া ডজনেরও বেশি ড্রোনকে ভূপাতিত করেছে জর্ডানের বিমানবাহিনী। হামলার প্রেক্ষিতে জর্ডানের সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং রাডারের সাহায্যে ইরাক ও সিরিয়ার দিক থেকে কোনও ড্রোন আসছে কিনা সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইসরায়েলের ভূখণ্ডে ইরানি হামলার প্রতি কড়া নিন্দা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। চীনে ভ্রমণরত শোলজের পক্ষে সরকারের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রিট জানান, দায়িত্বজ্ঞানহীন ও অবিবেচক হামলার মধ্য দিয়ে ইরান আঞ্চলিক সংঘাতের পথ উন্মুক্ত করছে।

জার্মানি ইসরায়েলের পাশে আছে উল্লেখ করে হেবেস্ট্রিট বলেন, এখন আমরা জি-৭ ভুক্ত দেশগুলোর সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করে করণীয় নির্ধারণ করবো।

ইসরায়েলে ইরানের হামলার তীব্র সমালোচনা করেছে জাপান। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এক বিবৃতিতে হামলাকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির প্রয়াস হিসেবে উল্লেখ করা হয় এবং পরিস্থিতি নিয়ে জাপান উদ্বিগ্ন বলে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থার আরও অবনতি ঘটাবে। জাপানের জন্য শান্তি ও স্থিরতা খুবই গুরুত্বপূর্ণ এবং পরিস্থিতি বেগতিক হওয়া ঠেকাতে জাপান যথাযথ কূটনৈতিক পদক্ষেপ নেবে।

তেল আমদানির জন্য জাপান মধ্যপ্রাচ্যের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। জাপানের মোট তেলের ৯৫ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে আসে।

ইরানের সাথে জাপানের দীর্ঘদিন ধরেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। গত সেপ্টেম্বরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির সাথে দেখা করেছিলেন।

প্রসঙ্গত, ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি হামলা চালিয়েছে ইরান। শনিবার প্রায় ৩০০টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইসরায়েলে নিক্ষেপ করা হয়।
 

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়