ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আন্দোলনেই শ্রমজীবী মানু‌ষের অধিকার প্রতিষ্ঠা কর‌তে হ‌বে: জাপা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ১ মে ২০২৪  
আন্দোলনেই শ্রমজীবী মানু‌ষের অধিকার প্রতিষ্ঠা কর‌তে হ‌বে: জাপা

শ্রমজীবী মানু‌ষের ন‌্যায‌্য অধিকার প্রতিষ্ঠায় বি‌রোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কা‌দেরের নেতৃত্বে সর্বস্তরের মেহনতি মানু‌ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ।

মহান মে দিবস উপলক্ষে বুধবার (১ মে) জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় মটর শ্রমিক পার্টি ও সিএনজি থ্রি হুইলার শাখা কেন্দ্রীয় কমিটির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এ আহ্বান জানান।

তি‌নি ব‌লেন, ৩০ লাখ শহি‌দের র‌ক্তের বি‌নিম‌য়ে অর্জিত স্বাধীনতার এত বছর পরও দে‌শের অর্থ‌নৈ‌তিক মু‌ক্তি আসে‌নি। শ্রমজীবী মানু‌ষের শ্রম-ঘা‌মের অধিকার প্রতিষ্ঠা হয়‌নি। জা‌তির জন‌্য এটা বড়ই দুঃখজনক।

আসুদ ব‌লেন, আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৩৮ বছর আগে ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময়সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন পথে নেমে এসেছিলেন। কিন্তু অত্যন্ত বর্বর কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক বিক্ষোভ ও আন্দোলন। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। তখন সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায়। শিকাগোর শ্রমিকদের সেই আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার। এমন আন্দোলন সংগ্রামের মধ‌্য দি‌য়েই শ্রমজীবী মানু‌ষের অধিকার প্রতিষ্ঠা কর‌তে হ‌বে।

জাতীয় মটর শ্রমিক পার্টির আহ্বায়ক মেহেদী হাসান শিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।  

সভায় উপস্থিত ছিলেন- জাতীয় মটর শ্রমিক পার্টি ও সিএনজি থ্রি হুইলার শাখার মো. রফিক, গোলাম মোস্তফা, সাইদুল ইসলাম, শেখ শরীফ, মো. সুমন, শেখ আব্দুল বারেক, চান মিয়া, মো. সপু মিয়া, আলী আহমেদ সুজন, মো. শফিক, মো. বাবুল মিয়া, মো. গোলাম মোস্তফা, মো. লুৎফর, মো. শামসুদ্দিন, আব্দুল ওহাব, মাহবুবুর রহমান, মো. ইউসুফ, মো. ইয়াকুব, আশিকুর রহমান, মোশাররফ হোসেন, আব্দুর রশিদ, হাসান মুন্সী, মো. হারুন, জাহাঙ্গীর আলম, মো. রাসেল মিয়া, মো. সাইফুল ইসলাম, মো. লিটন, মো. সুমন, মো. আরিফ, মো. আইনুদ্দিন, মো. খোরশেদ আলম, সাহারুল প্রমুখ। 

নঈমুদ্দীন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়