ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিত্রশিল্পী-লেখক ধ্রুব এষ আইসিইউতে

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ১৮ এপ্রিল ২০২৪  
চিত্রশিল্পী-লেখক ধ্রুব এষ আইসিইউতে

ধ্রুব এষ (ফাইল ফটো)

বিখ্যাত চিত্রশিল্পী ও লেখক ধ্রুব এষকে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় চিত্রশিল্পী রজত রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফুসফুসের রোগে আক্রান্ত ধ্রুব এষকে বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের ভর্তি করা হয়েছিল। 

ধ্রুব এষ ১৯৬৭ সালের ১৭ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ভূপতি রঞ্জন এষ ও মায়ের নাম লীলা এষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষধ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

বইয়ের প্রচ্ছদশিল্পী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন ধ্রুব এষ। পাশাপাশি তিনি লেখালেখিও করেন। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত মাসিক ‘রহস্যপত্রিকা’র শিল্প সম্পাদক হিসেবে কর্মরত আছেন ধ্রুব এষ।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়