ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন চূড়ান্ত অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ৩ জুন ২০২৪  
বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন চূড়ান্ত অনুমোদন

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন, ২০১৪-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। 

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, আইনের খসড়াটি ২০২৩ সালের ২৩ অক্টোবর চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছিল। কিন্তু, ওই মেয়াদে সংসদের শেষ অধিবেশনে সেটি উপস্থাপন করা যায়নি। এ কারণে মন্ত্রণালয় থেকে আজ আবার উপস্থাপন করা হয়েছিল। আগে যা ছিল, সেটিই উপস্থাপন করা হয়েছে। আজ মন্ত্রিসভা সেটি আবার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ ও মঙ্গোলিয়া সরকারের মধ্যে ভিসা চুক্তি অনুমোদন
বাংলাদেশ ও মঙ্গোলিয়া সরকারের মধ্যে মিউচুয়াল এক্সামশন অব ভিসা রিকয়ারমেন্টস চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, সুরক্ষা ও সেবা বিভাগ থেকে প্রস্তাব করা হয়েছিল। আরও ২৯টি দেশের সঙ্গে এরকম চুক্তি আছে। 

এই চুক্তির ফলে উভয় দেশের ডিপ্ল্যোম্যাটিক এবং অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৩০ দিন পরস্পরের দেশে ভ্রমণ করতে পারবেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। 

নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়