ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা চান বিআরটিএ’র চেয়ারম্যান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ২ জুলাই ২০২৪  
সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা চান বিআরটিএ’র চেয়ারম্যান

সড়কে প্রতিদিন ঘটছে একের পর এক দুর্ঘটনা। নানা উদ্যোগ সত্ত্বেও সড়কে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না। সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নবনিযুক্ত চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল।

মঙ্গলবার (২ জুলাই) বিআরটিএ’র কেন্দ্রীয় কার্যালয়ে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তাদের সহায়তা কামনা করেন বিআরটিএ‘র চেয়ারম্যান।

তিনি বলেন, যেহেতু রোড সেফটি কোয়ালিশনের অন্তর্ভুক্ত বিভিন্ন সংস্থা দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক নিয়ে কাজ করে যাচ্ছে, সেহেতু কোয়ালিশনের সহযোগিতা নিয়ে ভবিষ্যতে নিরাপদ সড়ক কার্যক্রম আরো জোরদার হবে।

এ সময় রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশের সদস্য সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্পের সমন্বয়ক শারমিন রহমান, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের (সিআইপিআরবি) রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার কাজী বোরহান উদ্দিন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মো. বজলুর রহমান, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের (স্টেপস) কো-অর্ডিনেটর চন্দন লাহিড়ী, ব্র্যাক রোড সেফটি প্রোগ্রাম ম্যানেজার মাঈনুল ইসলাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়ালী নোমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রজেক্ট অফিসার শারাফাত-ই-আলম এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার সিফাত-ই-রাব্বানীসহ অনেকে।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়